প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৮:৪৫:৩৭
ইসলাম ডেস্কঃ ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ আজ বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।
আরো পড়ুন:
আপডেট নিউজঃ শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল এখন সুখবরের প্রত্যাশায় সচিবালয়ে অবস্থান
আন্দোলনে অংশগ্রহণে ঢাকায় পৌঁছানো শিক্ষকরা জানান, আজকেই তাদের দাবি দাওয়া পূরণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আদায় করেই ঘরে ফিরবেন তারা। তারা বলছেন, আজকে বেসরকারি শিক্ষকরা নতুন ইতিহাস তৈরি করবেন।
সংগঠনটির দাবি, ২০১৮ সালে সরকার জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ভাতা বৃদ্ধি ও ভাতা প্রবর্তনের ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি হয়নি। সংগঠনটি ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন চেয়ে হুঁশিয়ারি দিয়েছিল।
তারা অভিযোগ করেছেন, সমাবেশের আগের দিন পরিবহন ধর্মঘট ডেকে অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হচ্ছে। কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “এটি ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। এবারও দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, জাতীয়করণের দাবি আদায়ের সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে।
কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।
শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেল এবং রাত থেকেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে দেশের প্রতিটি উপজেলার এমপিও শিক্ষক-কর্মচারীরা। বাস, ট্রেন ও লঞ্চে করে দলবেধে আসছেন তারা। কেউ কেউ ব্যক্তিগতভাবেও সমাবেশে আসছেন।