প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৩:১০
ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুমতি চায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শূন্য পদের সঠিকতা যাচাই শেষে অনুমোদন চাওয়া হবে বলে জানা গেছে।
আরো পড়ুন:
প্রায় আড়াই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকদের শোকজ
সোমবার (০৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ৭২ হাজার শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। পদগুলোর সঠিকতা যাচাইয়ে তিনটি অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তথ্য যাচাইয়ের কথা বলা হলেও এই সময়সীমার মধ্যে পদের সঠিকতা যাচাই করা কঠিন বলে করা হচ্ছে। ফলে চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে কি না না নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
যদিও এনটিআরসিএ বলছে, আগামীকাল মঙ্গলবার তথ্য যাচাইয়ের সময়সীমা শেষ হবে। অধিদপ্তর থেকে তথ্য যাচাইয়ের প্রতিবেদন পাওয়ার পরপরই শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদ সাপেক্ষে শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৭ম নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এনটিআরসিএর কোনো চিঠি আমরা পাইনি। চিঠি পাওয়ার পর ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সম্প্রতি টেলিটকের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭২ হাজার ৮টি শূন্য পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এই পদের সঠিকতা যাচাইয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘৭ম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এনটিআরসিএর কাছে অনলাইনে পাঠিয়েছেন।
ই-রিকুইজিশানে উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিএর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো।
শূন্যপদের সঠিকতা আগামী ৩ কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে কমেন্ট কলামে তথ্য সঠিক হলে Correct, তথ্য সঠিক না হলে Incorrect মন্তব্য লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
📢 সাংবাদিক নিয়োগ
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:

















