• জাতীয়

    শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশ

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ২:০৯:৩৫                        

    ইসলাম ডেস্ক: বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।

    আরো পড়ুন:

    এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বিধান জারি

    সোমবার (১৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

    আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানগুললো আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসিআর সপ্তাহ উদযাপন করা করা হবে। সঠিকভাবে যথাসময়ে এসিআর পূরণ ও জমাদান, এসিআর অনুবেদন এবং এসিআর প্রতিস্বাক্ষর বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সব প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    সভার সময়সূচি- ঢাকা অঞ্চলের ২৪ ডিসেম্বর সকাল ১০টায়, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ২৮ ডিসেম্বর সকাল ১০টায়, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের ২৮ ডিসেম্বর দুপুর ১২ টায়, খুলনা ও বরিশাল অঞ্চলের ২৯ ডিসেম্বর সকাল ১০ টায়, সিলেট ও রংপুর অঞ্চলের ২৯ ডিসেম্বর দুপুর ১২ টায়। এ আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সময়সূচি অনুযায়ী অংশ নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এ সভার জন্য জুম মিটিং আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:

    আরও খবর

    Sponsered content