প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৭:১৯:০৯
আতিক হাসানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সুযোগ পেলে আধিপত্য বিরোধী জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা হবে। আমাদের সরকার হবে ইনসাফ ন্যায় ও মানবিক কল্যাণের সরকার।
গতকাল বৃহস্পতিবার ( ২৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেয়া কালে তিনি একথা গুলো বলেন।
পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও এস এম সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনার-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন,পাবনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজগার, পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন,পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, আমেরিকা প্রবাসী জামায়াত নেতা আকবর হোসেন, এবি পার্টির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু মুসা, এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আলম মোহাম্মদ রওশন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মুফতি অলিউল্লাহ , জুলাই শহীদ জাহিদুল ইসলাম জাহিদের পিতা দুলাল উদ্দিন মাস্টার, মাহবুব হোসেন নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, জেলা এডভোকেট বার সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার, সাবেক সাংসদ মাওলানা আব্দুস সুবহান সাহেবের ছেলে আব্দুল হালিম লাল, ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার প্রধান সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ, সমন্বয়ক রাসেল আহমেদ, পাবনা সদর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রব, ও রোজা মতের আমির মাওলানা আব্দুল লতিফ।
এসময় মঞ্চে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডঃ নুরুজ্জামান প্রামানিক আটঘরিয়ার আমির মাওলানা নকিবুল্লাহ চাটমোহরের আমির মাওলানা আব্দুল হামিদ ভাঙ্গুরার আমির মাওলানা মহির উদ্দিন ফরিদপুরের আবু তালেব বেড়ার মাওলানা আতাউর রহমান উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার লক্ষ্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামাতের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনের দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে দেশে জামায়াত সরকার গঠন করবে। তিনি আরো বলেন আগামী দিনের এ সরকার হবে আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার, দুর্নীতিমুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধের সরকার এবং ইসলামের সরকার হবে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী জাতির সামনে উপস্থাপন করেছে, দক্ষ ও যোগ্য প্রার্থীদের আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করে জাতিকে একটি শোষণ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফের মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করুন।
পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন,দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে, আগামী নির্বাচনে চাঁদাবাজি সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতিক দাড়িপাল্লায় ভোট দিয়ে সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে জবাব দিবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে পাবনার ৫ টি আসনের দাড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ।
পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, পাবনায় কোন সন্ত্রাসী চাঁদাবাজি ঠাঁই দেওয়া হবে না। আমরা কোন বাতিল শক্তি বা অপশক্তির কাছে ইসলামের মর্যাদা ক্ষুন্ন হতে দেবো না।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজগর বলেন, প্রতিপক্ষ দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা চোখ রাঙাবেন না, জামাত নেতা কর্মী চোখ রাঙানো দেখে ভয় পায় না। আগামী ১২ফেব্রুয়ারী দেশের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সাধারণ জনগণ উপযুক্ত জবাব দিবেন।
জামায়াত আমির ডা: শফিকুর রহমান আরও বলেন,আমরা কারো চোখ রাঙানিতে ভয় পাই না, আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় পাই। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন ভাবে দেশ গঠন করতে চাই। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হাজার হাজার নেতা কর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিলো। আগামী দিনে দেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠন করতে হলে ‘হ্যাঁ’ তে ভোট দিতে হবে। তার সাথে দাড়িপাল্লায় ভোট দিয়ে সকল প্রার্থীকে বিজয়ী করতে হবে। পাবনা জেলা জামায়াত আয়োজিত এই নির্বাচনী জনসভা বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

















