প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ১১:৫৬:০১ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত, নিরপরাধদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে পদযাত্রা করেন বিডিআর ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আরো পড়ুন:
আবারও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনটিআরসিএ’র সনদ প্রত্যাশীরা
সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে পদযাত্রা শুরু করলেও শাহবাগ মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পিলখানার ঘটনার পর শত শত নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি রাষ্ট্র।
তাদের তিন দফা দাবি হলো:
১. বিডিআর বিদ্রোহের মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা
২. নিরপরাধ কারাবন্দীদের মুক্তি
৩. চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ ও পুনর্বহাল
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘‘বিক্ষোভকারীরা আধা ঘণ্টার মতো রাস্তা অবরোধ করেছিলেন। এখন তাঁদের বুঝিয়ে শাহবাগ জাদুঘরের সামনে চলে যেতে অনুরোধ করা হয়। এরপর তাঁরা বেলা ১টা ২৫ মিনিটের দিকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’’
চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ, বিগত সরকারের আমলে তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও গত ৯ মাসে এই বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি।