কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা - protidinislam.com | protidinislam.com |
আন্তর্জাতিক

কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ২:১৪:০২ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত। পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় আট হাজার মার্কিন নাগরিক রয়েছেন।

বিবিসি জানতে পেরেছে যে, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর ঘাঁটি আল-উদেইদ ওপরে হামলার বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে।

বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, কাতারের ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে। এসব ঘাঁটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারের রাজধানী দোহার বাইরে আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে। সূত্র: বিবিসি

আরও খবর

Sponsered content