প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৬:২৫:২৬ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পাবে।
আরো পড়ুন:
নন-এমপি শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি
উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে, গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
এর আগে অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছিল। ওই আদেশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা এবং অবসরভোগীদের ৭৫০ টাকা করা হবে, যা পূর্বে যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা ছিল।
উল্লেখ্য, এমপিও (মান্থলি পে-অর্ডার) হলো মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট