স্থাবর সম্পত্তি দখলে ও দলিলাদি সংরক্ষণ না থাকা প্রতিষ্ঠান কে জরুরি যে নির্দেশ দিলো মাউশি - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

স্থাবর সম্পত্তি দখলে ও দলিলাদি সংরক্ষণ না থাকা প্রতিষ্ঠান কে জরুরি যে নির্দেশ দিলো মাউশি

  প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ৯:৩৭:৩৬ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন যেসকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে ও দলিলাদি সংরক্ষণে নেই সেসকল প্রতিষ্ঠানসমূহে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুন:

আবারও মাধ্যমিকে আসছে নতুন শিক্ষাক্রম

বুধবার (২৫ জুন) মাউশির সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) মো: খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। গত ২৪ জুনঅনুষ্ঠিত অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্তের নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যে সকল সরকারি প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে নেই এবং সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে সে সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ সম্পত্তি রক্ষার্থে মামলা পরিচালনাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানে একটি কমিটি গঠন করবেন এবং কমিটির সুপারিশ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলায় কোন আদালতে সরকার পক্ষ হেরে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে আপিল করতে হবে এবং আইনের সর্বোচ্চ ধাপ পর্যন্ত যেতে হব। জমি বেদখল থাকলে তার উচ্ছেদের ব্যবস্থা/নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং যে সমস্ত প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে নেই, অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে রেকর্ড/বেদখল রয়েছে, সেসকল সম্পত্তি রক্ষার্থে অধিক্ষেত্র অনুযায়ী মামলা মোকদ্দমা দায়ের করতে হবে। বেসরকারি স্কুল-কলেজের যেসকল সম্পত্তি/জায়গা বেদখল বা মামলা চলমান রয়েছে সে সকল মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। সকল সরকারি প্রতিষ্ঠান বিধি মোতাবেক প্রতিষ্ঠানের অত্যাবশ্যকীয় তহবিল থেকে মামলা পরিচালনার জন্য ব্যয়ভার নির্বাহ করবে। সরকারি প্রতিষ্ঠানের ‘ক’ তফসীলভুক্ত জমিগুলো সরকারি লোকাল আদালত থেকে চিহ্নিত করে নাম কর্তন/কেটে এবং ‘খ’ তফসীলভুক্ত জমিগুলো হালনাগাদ মিউটেশন করে মাউশি’র অধীন নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিতে জেলা শিক্ষা অফিসার, সকল জেলা (তাঁর জেলার আওতাধীন যে সকল প্রতিষ্ঠানসমূহের সম্পত্তি নিয়ে মামলা রয়েছে সে সকল প্রতিষ্ঠানের নামের তালিকা সংগ্রহপূর্বক Summary করে অত্র অধিদপ্তরের আইন শাখায় প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)

আরও খবর

Sponsered content