যে সকল প্রতিষ্ঠানকে জরুরি যে নির্দেশ দিলেন শিক্ষা মন্ত্রণালয় - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

যে সকল প্রতিষ্ঠানকে জরুরি যে নির্দেশ দিলেন শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৬:৩১:০০ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: ১২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য প্রদান করেনি, যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট এ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে DTE Stipend MIS সফটওয়্যারে পূর্বের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের তথ্য প্রদানপূর্বক ভেরিফিকেশন করে আগামী ০৬ জুলাই২০২৫ হতে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর

বুধবার (০২ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ণ/পিআইইউ) প্রকৌ. মোঃ মাকসুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত OTP ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্নপূর্বক সিস্টেমে লগ-ইন করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু DTE Stipend MIS-এ অন্তর্ভুক্ত ৪৭২৮টি প্রতিষ্ঠানের মধ্যে অদ্যাবধি ৩৫২৬টি শিক্ষা প্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

অর্থাৎ ৪৭২৮-৩৫২৬= ১২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য প্রদান করেনি, যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় গৃহীত উপবৃত্তি কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তিবিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা,২০২৩’ অনুযায়ী শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে দায়ী থাকবে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে DTE Stipend MIS সফটওয়্যারে পূর্বের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের তথ্য প্রদানপূর্বক ভেরিফিকেশন করে আগামী ০৬ জুলাই২০২৫ হতে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

প্রয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে ইউজার রেজিস্ট্রেশনের প্রাথমিক সহায়তা গ্রহণ করা যাবে। DTE Stipend MIS সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপবৃত্তি সেল (কক্ষ নং ৫০৮- ৫০৯) হতে সরাসরি (সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০.০০টা হতে বিকাল ০৩.০০টা পর্যন্ত) সেবা গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, DTE Stipend MIS সফটওয়্যারের নিরাপত্তা সংক্রান্ত উন্নয়ন কাজ সম্পন্ন করে উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য বিগত ৩০ এপ্রিল ২০২ খ্রি.তারিখ পুনরায় সার্ভার চালুকরা হয়।

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content