অবশেষে দীর্ঘ ৯ বছর পর বাবার সঙ্গে দেখা হলো সেই ৩ মেয়ের! - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

অবশেষে দীর্ঘ ৯ বছর পর বাবার সঙ্গে দেখা হলো সেই ৩ মেয়ের!

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২১ , ১০:৫০:৪০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ঢাকার আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ।

আরো পড়ুনঃ

ডিজেল, কেরোসিনের পর এবার বাড়তে পারে গ্যাস-বিদ্যুতের দাম

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে তাদের বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রো পলিটন পুলিশের দেওয়া তথ্যে যশোর কোতয়ালি থানার এসআই আনসারুল হক তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত তিনি বোন হলো রুকাইয়া আরা চৌধুরি (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরী (১৭)।

সন্ধ্যায় যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা তিন বোন তাদের বাবা-মায়ের সাথে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতো। ২০১২ সালের দিকে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা যশোর চলে আসেন।

তারা তিন বোন তখন মায়ের সাথে ঢাকায় থেকে যায়। তিন বোনের বাবা রফিকুজ্জামান স্কুল শিক্ষকছিলেন।

২০১৩ সালে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর এক বোন রুকাইয়াকে লালন পালনের দায়িত্ব নেয় তার খালা সাজিয়া নওরিন চৌধুরী।

অপর দুই বোন জয়নব আরা ও খাদিজা আরাকে লালন পালনের দায়িত্ব নেয় আরেক খালা সামিয়ারা চৌধুরী।

১৮ নভেম্বর সকালে মোহাম্মদপুর বাসা থেকে তিনজন নিখোঁজ হয় এবং এ ব্যাপারে তাদের খালা সাজিয়া নওরিন আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। তিন বোন যশোর পুলিশকে জানিয়েছে, ২০১২ সালের পর থেকে তাদের বাবার সঙ্গে তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি।

তাদের ওপর অত্যাচার করা হতো। তাই তিনবোন পরামর্শ করে মোহাম্মদপুর থেকে পালিয়ে যশোরে বাবার বাড়ি চলে আসে।

ডিবি ওসি আরো জানান, তারা টিকটকে আসক্ত নয়। এমনকি তাদের অ্যান্ড্রয়েড মোবাইলও নেই। তাদের বাবা বর্তমানে প্যারালাইজড হয়ে বাসায় আছেন।

আরও খবর

Sponsered content

ENGLISH