আগামী ৭ কর্মদিবসের মধ্যে পদোন্নতির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

আগামী ৭ কর্মদিবসের মধ্যে পদোন্নতির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৩:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: সারাদেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুনঃ

যে কারণে বেইলি রোড অবরোধ করেছে ভিকারুননিসার ছাত্রীরা

স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু, মানতে হবে যেসকল শর্ত>

আগামী ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষকদের তথ্য পাঠাতে সকল উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

তথ্যে বলা হয়েছে, ২০২১ সালের নিয়োগ বিধিমালা মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে।

এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন ৫ হাজার ৪৫২ জন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদেরর মধ্য থেকে (জ্যেষ্ঠতানুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলি-ভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে dd-sec@dshe.gov.bd ই-মেইলে আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH