'আজব টাকা’ প্রকাশ আজ - protidinislam.com | protidinislam.com |  
তথ্য প্রযুক্তি

‘আজব টাকা’ প্রকাশ আজ

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২১ , ১২:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ইসলামী সংগীতশিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের কন্ঠে ‘আজব টাকা’ নামের ব্যাতিক্রমী সংগীত প্রকাশ পেতে যাচ্ছে।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইসলামী সংগীতের ইউটিউব চ্যানেল হলি টিউনে সংগীতটি প্রকাশিত হবে।

‘আজব টাকা’ শিরোনামের সংগীতটির লিরিক লিখেছেন কাজী মারুফ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা। এছাড়াও রুচিশীল ভিডিও মেকার এইচ আল হাদির ডিরেকশনে উত্তরাসহ ঢাকার মনোরম লোকেশনে সংগীতটির ভিডিও করা হয়েছে।

সংগীতটিতে মুহাম্মাদ বদরুজ্জামানের সাথে সহযোগী কন্ঠশিল্পী হিসেবে কলরবের শিল্পী আবির হাসান, সালমান সাদী, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহান প্রমুখ।

সংগীতটি সম্পর্কে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুফতী সাঈদ আহমাদ বলেন, ‘আজব টাকা’ নামের সংগীতটি ব্যাতিক্রমী ধারার সংগীত হিসেবে দর্শকদের কাছে গ্রহনযোগ্যতা পাবে।

টাকা নিয়ে এ ধরনের সংগীত ইসলামী অঙ্গণে ইতিপূর্বে প্রকাশিত হয়নি। বদরুজ্জামানের কন্ঠে এই সংগীতটি শুনে দর্শক-শ্রোতারা ভিন্নধারার সংগীতের স্বাদ পাবে।

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, ‘কলরব বরাবরই যুগসচেতন ও নতুনত্বের ধারা নিয়ে কাজ করে এসেছে।

কলরবের স্বপ্নদ্রষ্টা মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.) তেল, মানুষ ইত্যাদি শিরোনামে প্যারোডির মতো করে সমাজের চিত্র তুলে ধরে সংগীত প্রকাশ করতেন।

এসব সংগীতের মাধ্যমে মানুষের কাছে ভিন্ন বার্তা তুলে ধরতেন তিনি। আমি আশাবাদী যে, তেমনিভাবে মুহাম্মদ বদরুজ্জামানের কন্ঠে ‘আজব টাকা’ নামের সংগীতটিও দর্শকদের সামনে ভিন্নমাত্রা নিয়ে আসবে।’

আরও খবর

Sponsered content

ENGLISH