আজ বিশ্ব মানবাধিকার দিবস - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

আজ বিশ্ব মানবাধিকার দিবস

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২১ , ৫:২৪:২৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ বিশ্ব মানবাধিকার দিবস আজ শুক্রবার। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।

আরো পড়ুনঃ

অবশেষে দেশ ছাড়লেন ডা. মুরাদ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সাল থেকে দিবসটি পালন করলেও ১৯৫০ সাল থেকে বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথক বাণী দিয়েছেন।

দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এ উপলক্ষে সকালে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের সামনে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক র‍্যালির আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা আয়োজন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH