আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না : শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না : শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ১০:০২:৩৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়লেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না।
আরো পড়ুনঃ

ভিসা ছাড়াই চীন যেতে পারবে যে দেশের মানুষ

বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন করোনার টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে তার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, তবে এর আওতায় প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের আনা সম্ভব হচ্ছে না।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আরও অনেক বেশি সজাগ থাকতে হবে। করোনার সংক্রমণ বাড়ছে। গত দেড় বছরে শিক্ষাখাতে যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে সশরীরে ক্লাস করাটা সবচেয়ে বেশি জরুরি।

আরো পড়ুনঃ

চাল কেটে ও পলিশ করার মাধ্যমে প্রতারণা করছেন মিল মালিকরা

কিন্তু দেখা যাচ্ছে অনেকই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে চলছে তাতে শিক্ষাখাতের সমস্যাটাই বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।

তিনি বলেন, ১২ বছর বয়স থেকে ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ কারণে তাদের নিয়ে বেশি উদ্বেগ রয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা।

শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই টিকার আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।

সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আরও খবর

Sponsered content

ENGLISH