আড়াই মিনিটের বিরতিতে নামাজ আদায় করে নিলেন মাহমুদউল্লাহ - protidinislam.com | protidinislam.com |  
খেলা

আড়াই মিনিটের বিরতিতে নামাজ আদায় করে নিলেন মাহমুদউল্লাহ

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৬:৪৬:০৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ফিল্ডিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই পড়ে গিয়েছিল মাগরিবের আযান। কিন্তু ইনিংস চলতে থাকায় নামাজ আদায়ের সুযোগ পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

অতঃপর আড়াই মিনিটের টাইমআউট তথা বিরতি পেয়েই নামাজ পড়ে নিলেন ঢাকার অধিনায়ক।

বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম।

তাদের ইনিংসের নবম ওভার শেষে দেওয়া হয় আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউট।

দুই দলের বাকি খেলোয়াড়রা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ।

বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন ঢাকার অধিনায়ক।

টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদউল্লাহর নামাজ তখনও শেষ হয়নি।

তাই আরও প্রায় ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে তারপর শুরু করা হয় দশম ওভারের খেলা।

আরও খবর

Sponsered content

ENGLISH