একদিনে প্রায় ১১ হাজার রোগী শনাক্ত - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

একদিনে প্রায় ১১ হাজার রোগী শনাক্ত

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২ , ৭:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন।

শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। গতকাল শনিবার ১৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে, শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০২ শতাংশ।

রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

আরও খবর

Sponsered content

ENGLISH