এবারের এমপিও যেন সার্বজনীন ও সু-বিবেচনা প্রসুত হয় - protidinislam.com | protidinislam.com |  
শিক্ষা

এবারের এমপিও যেন সার্বজনীন ও সু-বিবেচনা প্রসুত হয়

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২১ , ৮:৪৩:১৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

নজরুল ইসলামঃ বর্তমানে এক শ্বাসরুদ্ধকর সময় পার করছে বাংলাদেশ নন-এমপিও শিক্ষক সমাজ। পাওয়া না পাওয়ার উদ্বেগ উৎকন্ঠায় তারা যেন মানসিক ভাবে একেবারেই বিপর্যস্ত।

আরো পড়ুনঃ

যে কারণে ননএমপিও শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দিলেন সরকার

দীর্ঘ দিন অপেক্ষার পর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে যারা এমপিওভুক্তির আবেদন করেছে,তাদের স্বপ্নকে যেন মানবিকতার সহিত যথা যথ ভাবে মুল্যায়ন করা হয়।

কারন চলমান শিক্ষাব্যবস্থার উন্নয়নে নন-এমপিও শিক্ষকদের অবদানকে আর খাটোকরে দেখার কোনই সুযোগ নেই।

তাই নীতিমালার পাশাপাশি বিবেক বিবেচনাকে গুরত্ব দেয়ার অনুরোধ করছি।

দায়িত্বশীলদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, বিনা বেতনে সেচ্ছাশ্রম দিয়ে পরিবার পরিজনকে অভুক্ত
রেখে জাতীয় অগ্রগতির মুল চালিকা শক্তি শিক্ষাব্যবস্থার উন্নয়নে যারা নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে,তাদের ভাগ্য নির্ধারনে আজ যেন কোন রকম কার্পন্য করা না হয়।

তাদের অশ্রুভেজা চোখের বিশ/পঁচিশ বছরের লালিত স্বপ্ন যেন ঠুনকো নীতিমালার অজুহাতে আটকে না যায়।

তাই এ বিষয়ের প্রতি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মানবতার জীবন্ত কিংবদন্তী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার সহানুভুতি ও সহমর্মিতা কামনা করছি।

আমাদের মনে রাখা দরকার যে-
নন-এমপিও শব্দটি শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা একজন শিক্ষকের সাথে সম্পৃক্ত নয় বরং লক্ষাধিক পরিবারের প্রায় দশ লক্ষ মানুষের জীবিকার প্রশ্ন,বেঁচে থাকর স্বপ্ন,সোনালী ভবিষ্যৎ।

সুতরাং তাদের ভাগ্য নির্ধারনে দায়িত্বশীলদের কলম যেন সু-বিবেচনা প্রসুত হয়। আর সেটাই হবে নন-এমপিওদের প্রতি মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

পরিশেষে বলব

শিক্ষকদের সুমহান মর্যাদা সমুন্নত হোক,তাদের পাল্লায় যেন কম দেয়া না হয়।

বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাক আমার প্রিয় বাংলাদেশ এই কামনায়।

মোঃ নজরুল ইসলাম
অধ্যক্ষ
ইমকো টেকনিক্যাল & বিএম কলেজ
শেরপুর, বগুড়া।

(লেখাটি পাঠকের সম্পুর্ন নিজস্ব মতামত)

আরও খবর

Sponsered content

ENGLISH