এম এ আজিজের কবিতা "দেশের মান" - protidinislam.com | protidinislam.com |  
প্রবাসী

এম এ আজিজের কবিতা “দেশের মান”

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১ , ৮:৫৬:১০ প্রিন্ট সংস্করণ

Spread the love

এম এ আজিজ

দেশ তোমাকে কি দিয়েছে
সেটা বড় নয়,
দেশকে তুমি যা দিয়েছ
তাহাই গণ্য হয়।

মান-অভিমান ছেড়ে এবার
দেশের কথা ভাবো,
তোমার মত সুজন পেলে
আমিও সঙ্গ দিবো।

দেশ যে আমার মায়ের সম্
ঠেকাই বুকে মাথা,
তার ভালোতে মলিন মুখে
ফুটুক হাসির রেখা।

মায়ের অসুখ হলে যেমন
সন্তান কষ্টে ভোগে,
তেমনি আহা দেশমাতা আজ
ভাসছে ঘুষের রোগে।

এসো সবে অসুর বধে
বাঁচাই দেশের মান,
জন-গণের মুক্তি হবে
বাঁচবে লক্ষ প্রাণ।

ENGLISH