করোনার উপসর্গ থাকলেই ট্যাবলেট সেবনের পরামর্শ - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

করোনার উপসর্গ থাকলেই ট্যাবলেট সেবনের পরামর্শ

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৯:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ করোনা টিকার পাশাপাশি দেশে বাজারজাত শুরু হয়েছে করোনা আক্রান্তদের জন্য আমেরিকার তৈরি দুটি ওষুধ নিরমা ট্টেলভির ও রেটিনোভি।

আরো পড়ুনঃ

লকডাউনের বিষয়ে জরুরি যে বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

একটি ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। ওষুধের বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

তবে এই ওষুধ টিকার বিকল্প নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, মহামারি করোনা ও ওমিক্রন প্রতিরোধে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে।

তবে এই ট্যাবলেট টিকার বিকল্প নয়।করোনা আক্রান্ত ব্যক্তি, যাদের মৃদু সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেট সেবন করতে পারবেন।

এসময় দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, এখন দিনে ওমিক্রনে যুক্তরাজ্যে এক লাখ ও যুক্তরাষ্ট্রে চার লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না।

আমাদের দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রাথমিকভাবে মাস্ক আমাদের সংক্রমণ ঝুঁকি কমাবে।

সংক্রমণের হার যেভাবে বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা কঠোরতা অবলম্বন করব। আপাতত সরকারের লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার বাড়তে থাকলে বিষয়টি বিবেচনা করা হবে। আমরা চাই পরিস্থিতির উন্নতি হোক।

করোনার মুখে খাওয়ার প্রতিষেধক রেটিনোভি ও নির্মাট্রেলভি বাজারজাত করণের জন্য ৬টি বেসরকারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। এর মধ্যে বেক্সিমকো বাজারজাত করতে সমর্থ হয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH