গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৬:০৩:২৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: শিক্ষক প্রশিক্ষণে কাউন্সেলিং কম্পোনেন্ট যুক্ত করার নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষকদের কাউন্সেলিংয়ের দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।’ অন্যদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শিক্ষার্থীদের মনোজগৎ পরিবর্তনে শিক্ষকদের লাইফ কাউন্সেলরের ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট’ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ও উপমন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদের কাউন্সেলিয়ের দক্ষতা প্রয়োজন। শিক্ষার্থীদের আমরা সনদ দিয়ে দিলাম, তারপর আমরা কী করে জব রেডি করবো?

আপনাদের কতভাগের কর্মসংস্থান হলো, কতজন বেকার থাকছে, এসব নানান প্রশ্ন অনেক সময় উঠেছে। যেহেতু উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কাজেই শিক্ষার গুণগত মানের অল্প একটু পরিবর্তনেও আমাদের শিক্ষার ইকোসিস্টেমের ওপর বিরাট প্রভাব পড়বে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘দেশের ৯৯ শতাংশ শিক্ষার্থী কর্মজীবনে যাবে। সুতরাং শুধু অ্যাকাডেমিক ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠী পাবো না। শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতায় কানেক্ট করিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ।

শিক্ষক শুধু পাঠদানের ভূমিকায় থাকলে আমাদের জন্য সেটি আর যথেষ্ট নয়। শুধু অ্যাকাডেমিক কাউন্সেলর নয়, শিক্ষার্থীর লাইফ কাউন্সেলিং করানোর জন্য শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছি। শিক্ষার্থীদের সেনসেটাইজ করতে হবে। যাতে অনার্স-মাস্টার্স করার পর তারা অন্য যেকোনও চাকরিতে যেতে পারে।’

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

ENGLISH