গোপনে আপনার ফোন কলটি রেকর্ড হচ্ছে কিনা যেভাবে জানতে পারবেন - protidinislam.com | protidinislam.com |  
তথ্য প্রযুক্তি

গোপনে আপনার ফোন কলটি রেকর্ড হচ্ছে কিনা যেভাবে জানতে পারবেন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১ , ১:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ জরুরি তথ্য সেভ করে রাখার জন্য আপনার কল রেকর্ড করতে পারেন যে কেউ। এই রেকর্ড করার জন্য স্মার্টফোনে ইনবিল্ট ভয়েস কল রেকর্ডিং ফিচার দেয় অনেক প্রতিষ্ঠান।

আরো পড়ুনঃ

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: আসনপ্রতি আবেদন সংখ্যা জানালেন মাউশি

আর যেসব স্মার্টফোনে এই ফিচার নেই, তারাও গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই কল রেকর্ড করে রাখতে পারেন।

তবে কারও কল রেকর্ড করার সময় অবশ্যই তার সম্মতি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কেউ না জানিয়ে রেকর্ড করলে কীভাবে বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে কিনা!

যদি কল করার সময় কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপ এর মতো শব্দ শুনতে পান, তবে বুঝতে হবে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

কাউকে কল দেয়ার পর সে যদি আপনার কলটি স্পিকারে রেখে দেয় তবেও ধরে নিতে পারেন সে আপনার কল রেকর্ড করছে।

কাউকে কল দেয়ার পর অন্যরকম শব্দ পাওয়াও কল রেকর্ড করার একটি লক্ষণ। এক্ষেত্রে কথা বলার ফাঁকে অপ্রত্যাশিত শব্দ শোনার সম্ভাবনা থাকে।

তবে বর্তমানে অনলাইনে এমন কিছু অ্যাপ পাওয়া যায়, যেসব অ্যাপ বিপ শব্দ ছাড়াই কল রেকর্ড করতে পারে।

তাই কল করার সময় ছোট ছোট বিষয়গুলোতে অত্যন্ত মনোযোগ দিতে হবে। সর্বোপরি কলদাতা বিশ্বস্ত না হলে বুঝেশুনে কথা বলাই শ্রেয়।

আরও খবর

Sponsered content

ENGLISH