ঘুমধুমের পাহাড় থেকে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

ঘুমধুমের পাহাড় থেকে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২২ , ১:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়ে অভিযান র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্র। ছবি: ভোরের কাগজ

কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র শস্ত্র, গোলা বারুদ উদ্ধার করেছে র‍্যাব-১৫।

এসময় অস্ত্র পাচারে জড়িত থাকায় চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের অভিযানে আটক চার রোহিঙ্গা

র‍্যাব -১৫ এর মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অদূরে ঘুমধুমের রাবার বাগানের পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়।

এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে কুতুপালং ১ নং ক্যাম্পের ব্লক-এ/৩ এর আশুক জামানের ছেলে মো. নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা ১৩নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) কে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content

ENGLISH