চ্যালেঞ্জ ছুড়লেন সাবেক সেনাপ্রধান - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

চ্যালেঞ্জ ছুড়লেন সাবেক সেনাপ্রধান

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৮:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ সেনাপ্রধান হিসেবে দায়িত্বে থাকাকালে তার কোনো ভাই বা আত্মীয়-স্বজন সামরিক খাতে কেনাকাটা নিয়ে দুর্নীতিতে জড়িত ছিলেন না।

এ বিষয়ে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক লাইভ অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ এই চ্যালেঞ্জ দেন।

এক প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ বলেন, সামরিক বাহিনীতে সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে আল-জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা পুরোপুরি মিথ্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, আমার ভাই এই কেনাকাটার সঙ্গে যুক্ত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে, এর ক্রয়ের সঙ্গে আমার কোনো ভাই বা আত্মীয়-স্বজন জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই সিগনাল সরঞ্জাম ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২৬ জুন ২০১৮ সালে চুক্তি সম্পাদন করে।

আর আমি ওই বছরের মধ্যে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করি। একদিনের মধ্যে কিভাবে এখানে দুর্নীতি হলো?

অপর এক প্রশ্নের উত্তরে সাবেক সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্র আমার ভিসা বাতিল করেনি। ভিসা বাতিল করলে তো আমাকে তারা নোটিফাই করত।

যুক্তরাষ্ট্র কারও ভিসা চালু বা বাতিল করলে নোটিফাই করে থাকে।

আরও খবর

Sponsered content

ENGLISH