জরুরি যে নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

জরুরি যে নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১ , ১০:১০:৩২ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ই-প্রাইমারি স্কুল সিস্টেমের ব্যবহারকারীদের নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড অন্যকে শেয়ার না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ একাধিক সুপারিশ করল সংসদীয় কমিটি

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ডিপিই থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ই-প্রাইমারি স্কুল সিস্টেম ব্যবহারকারীগণ (অধিদপ্তর, ডিডি অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ইউইও/টিইও, ইউআরসি এবং বিদ্যালয়) তাদের প্রত্যেকের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে।

বিভিন্ন সময় দেখা যায়, ডিপিইও অফিস বা ইউইও অফিস তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শিক্ষকগণকে শেয়ার করেন।

এছাড়া শিক্ষকগণ এলাকার ফটোকপির দোকান/কম্পিউটার টাইপিস্টকে শেয়ার করে ই-প্রাইমারি স্কুল সিস্টেম সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে থাকেন। যা কোনোভাবেই সমীচীন নয়।

এতে করে ই-প্রাইমারি স্কুল সিস্টেমে ভুয়া শিক্ষকের তথ্য এন্ট্রি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া আগামীতে শুরু হতে যাওয়া অনলাইনে শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রমে জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

এ অবস্থায়, ডিপিইও অফিস, ইউইও, ইউআরসি অফিস তাদের নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেন কোনোভাবেই শিক্ষকগণকে বা অন্য ব্যবহারকারীকে শেয়ার না করেন, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH