ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৬:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরো পড়ুনঃ

দেশে দুর্নীতি রয়েছেঃ পরিকল্পনামন্ত্রী

ফলে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন।একই সময়ে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৭ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৪৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

আরও খবর

Sponsered content

ENGLISH