দুমড়ে মুচড়ে গেল বালুবোঝাই ট্রাক, উল্টে পড়ল ট্রেনের ৫টি বগি - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

দুমড়ে মুচড়ে গেল বালুবোঝাই ট্রাক, উল্টে পড়ল ট্রেনের ৫টি বগি

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ১০:৪১:৪৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ওই ট্রেনের ৫টি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে গেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল।

একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকা ফলে ট্রেনটি সজোরে বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমরে মুচড়ে যায়।

সঙ্গে সঙ্গে ট্রেনের পিছনে থাকা ৫টি বগি পাশ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী সকল ধরনের ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

আরও খবর

Sponsered content

ENGLISH