দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জরুরি যে নির্দেশ দিলেন অধিদপ্তর - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জরুরি যে নির্দেশ দিলেন অধিদপ্তর

  প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ৫:২৮:১০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৬ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে গত ২২ জুন তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়।

‘এ সভায় মন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন যে, সব মন্ত্রণালয়/বিভাগ স্ব-উদ্যোগে তাদের অধীনস্থ দপ্তর/সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলো মশাবাহিত রোগ বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পরে, সেজন্য ঈদুল আজহার ছুটির পর অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘বিষয়টি নির্দেশনার প্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH