নতুন কারিকুলাম: শিক্ষকদের “ইন হাউস” প্রশিক্ষণের নির্দেশ - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

নতুন কারিকুলাম: শিক্ষকদের “ইন হাউস” প্রশিক্ষণের নির্দেশ

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২৭:০৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে “ইন হাউস” প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এবং প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে “ইন হাউস” প্রশিক্ষণ আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সই করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে “ইন হাউস” প্রশিক্ষণ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH