নতুন নিয়মে পাঠদানঃ মাউশি - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

নতুন নিয়মে পাঠদানঃ মাউশি

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ১:৫২:১২ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ করোনা মহামারীর কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর সরকার স্কুল-কলেজগুলোতে পাঠ কার্যক্রম শুরু করলেও তা আর স্বাভাবিক নিয়মে ফেরেনি।

আরো পড়ুনঃ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান কে জরুরি যে নির্দেশ দিলেন সরকার

এবার ক্লাসভিত্তিক শিক্ষাদান কিভাবে করা হবে সে বিষয়ে একটি রুপরেখা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক এ আদেশ দেন।

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস যেভাবে হবে:

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে নানা সংশয়। সামনের বছরের পাবলিক পরীক্ষাটি প্রতিটি বিষয়েই অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে রয়েছে ধোয়াশা।

গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে কথা বললেও সেখানে স্পষ্ট হয়নি বিষয়টি।

শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি সব বিষয়েই পরীক্ষা নিতে চান কিন্তু তা নির্ভর করছে পরিস্থিতির উপর। ফলে শিক্ষার্থীদের পড়াশুনা ও প্রস্তুতি নিয়ে মানসিক দ্বন্দ্বে পড়তে হচ্ছে।

এমন ঘোষণার পর নতুন করে সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ৪টি বিষয়ের ক্লাস নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীকে শারীরিক দূরত্ব নিশ্চিত করে মানতে হবে স্বাস্থ্যবিধি।

এছাড়াও সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কোন ক্লাস হবে না বলে জানানো হয়েছে। ১০ম শ্রেণির শিক্ষার্থী যারা তাদেরকে সপ্তাহে প্রতিদিন ৩টি বিষয়ে ক্লাস করতে হবে।

৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দু’দিন ক্লাসের আয়োজন করতে নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক দিন এসব শিক্ষার্থীদের ৩টি বিষয়ের ক্লাস নিতে হবে।

এছাড়াও ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ৩টি বিষয়ের ক্লাস নিতে বলা হয়েছে।

মাউশির নতুন নির্দেশনায় অনুযায়ী, ক্লাস বাস্তবায়নে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে।

শুধু তাই নয় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম কিভাবে চলবে এ বিষয়েও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ১ম থেকে ৫ম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালিত হবে।

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে।

আরও খবর

Sponsered content

ENGLISH