নাছিমা আক্তার পপির কবিতা "হে বিধাতা" - protidinislam.com | protidinislam.com |  
সারাদেশ

নাছিমা আক্তার পপির কবিতা “হে বিধাতা”

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২২ , ১১:১০:২১ প্রিন্ট সংস্করণ

Spread the love

নাছিমা আক্তার পপি

হে বিধাতা এ তোমার কেমন বিধি,
যাহা বুঝিবার নাহি-গো কারো সাধ্যি।

নিজ হাতে গড়িয়াছ তুমি ত্রিভুবনের সব,
তুমি মোদের একমাত্র বিধাতা তুমি মোদের রব।

কাউকে রাখিয়াছ তুমি পরিতৃপ্ত মহাসুখে,
কারো দিনাতিপাত চলছে শুধুই অশ্রুজল আর শোকে।

কারো বসবাস কোটি টাকার অট্টালিকার পরে,
কেউ-বা আবার না পায় ঠাঁই মাথা গুঁজিবার তরে।

কারো ভোজন মেনু পোলাও ফিরনি দশপদী বাহার,
ডাস্টবিনের ফেলনা খাবার কারো-বা একমাত্র আহার।

এ দুনিয়ার বৈচিত্র্যময়তা সবই যে তোমারই কারসাজি,
যেমন তুমি নাচাও মোদের তেমনি মোরা নাচি।

পরিশ্রম আর ললাট বিধি গাঁথা একই সুতায়,
ললাট যদি দেয় ছেড়ে হাত পরিশ্রম সব বৃথায়।

কেউ সুশ্রী কেউ-বা বিশ্রী দোষ বল কার তাতে,
সকল জীবের ভাগ্য গড় বিধাতা তুমি নিজ হাতে।

হে বিধাতা তুমি নির্ভুল,মোরাই সকল দোষী,
কর্মদোষে তাই-যে মোরা দুখের জলে ভাসি।

তোমার খেলা বুঝিবার বিধি দুঃসাধ্য কার আছে,
তোমার পথেই চলবো মোরা থেকো বিধি পাশে।

মনে প্রাণে হে বিধাতা এই প্রতিজ্ঞা করি,
সুখে-দুঃখে সর্বদা তোমায় যেনো স্মরণ করি।

আরও খবর

Sponsered content

ENGLISH