প্রতিদিন পড়াশোনা, আজকের বিষয়ঃPronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? - protidinislam.com | protidinislam.com |  
শিক্ষা

প্রতিদিন পড়াশোনা, আজকের বিষয়ঃPronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি?

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ১২:১০:১৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

M.A.Sayed(Tonmoy):Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
যেমন: He, She. It, They, We, you ইত্যাদি

Pronoun এর প্রকারভেদ: ইংরেজীতে Pronoun গুলোকে নয় ভাগে ভাগ করা হয়েছে।

Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
Possessive Pronoun (অধিকারসূচক সর্বনাম)
Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)
Relative Pronoun (সম্বন্ধবাচক সর্বনাম)
Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম)
Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
Distributive Pronoun (বন্টন নির্দেশ)
Indefinite Pronoun (অনিদিষ্টবাচক সর্বনাম)
Reciprocal Pronoun (পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম)

Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে।
যেমন: I, We, Us, He, She, You, They, Our, Them ইত্যাদি ।
Possessive Pronoun (অধিকারসূচক সর্বনাম): যে Pronoun কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর অধিকার বুঝায় তাকে Possessive Pronoun বলে ।
যেমন: my, our, your, their, Yours, its, his, her, hers ইত্যাদি ।

Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে ।
যেমন: This, That, These, Those ইত্যাদি ।

Relative Pronoun (সম্বন্ধবাচক সর্বনাম): যে Pronoun পূর্বে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে বসে তাকে Relative Pronoun বলে।
যেমন: The man who came here yesterday. এখানে পূর্বে ব্যবহৃত Noun “The man” এর পরিবর্তে who বসেছে , তাই who হল Relative Pronoun.

Reflexive Pronoun (সম্বন্ধবাচক সর্বনাম): যে Pronoun বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে ।
যেমন: myself, himself, themselves, yourself, herself ইত্যাদি ।

Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম): যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Pronoun বলে।
যেমন: What, Who, Whom, Which ইত্যাদি।

Distributive Pronoun (বন্টন নির্দেশক সর্বনাম): যে Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Pronoun বলে।
যেমন: Each, Either, Neither ইত্যাদি।

Indefinite Pronoun (অনিদিষ্টবাচক সর্বনাম): যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুকে অিদিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে।
যেমন: Anyone,Somewhere, Anybody, Anyway ইত্যাদি।

Reciprocal Pronoun (পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম): যে Noun বা Pronoun দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বুঝায় তাকে Reciprocal Pronoun বলে।
যেমন: Asma and Alima help each other. এখানে each other Asma ও Alima এর কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে , তাই each other হল Reciprocal Pronoun.

আরো পড়ুনঃ

আমাদের প্রতিদিনের আয়োজন “প্রতিদিন ইংলিশ” আজকের বিষয় (Syllable) বা শব্দাংশ

নিয়মিত ইংরেজি জানতে আমদের পেইজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন সারাক্ষণ।

আরও খবর

Sponsered content

ENGLISH