প্রসঙ্গ শিক্ষকের দাঁত ভেঙে দেওয়া। সমগ্র শিক্ষক জাতির জন্য লজ্জা - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

প্রসঙ্গ শিক্ষকের দাঁত ভেঙে দেওয়া। সমগ্র শিক্ষক জাতির জন্য লজ্জা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২১ , ১২:৩৫:৩১ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাননীয় শিক্ষামন্ত্রী!


আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আপনি শিক্ষক সমাজের অভিভাবক।

শিক্ষক কর্মচারীদের এভাবে আর কতোদিন অন্যায় অত্যাচার সহ্য করতে হবে। শিক্ষকরা যদি কোনো অন্যায় কিছু করে থাকেন, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহন করা যেতে পারে।

তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে দাঁত ভেঙে দিতে হবে ম্যানেজিং কমিটির সভাপতিকে?

এটা কোন সভ্যতার মধ্যে পড়ে? জানিনা।
তবে বর্তমান সময়ে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি আছে। এই এডহক কমিটির সভাপতি যারা থাকছেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন, ব্যক্তি বিশেষের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন।

শিক্ষকদের কে তুচ্ছ জ্ঞানে দাঁত ভেঙে দেয়ার থেকেও কঠিন অবস্থার সৃষ্টি করে চলেছেন।

পত্রিকার পাতায় চোখ রাখলে হর হামেশাই আমরা তা দেখতে পাই। কাজেই আমরা শিক্ষক সমাজ সামান্য বেতনে চাকরি করলেও আমাদের একটা সম্মান থাকা দরকার।

না হলে বেঁচে থাকার মতো কিছুই মনে হয়- আর অবশিষ্ট থাকে না।

মাননীয় মন্ত্রী মহোদয়-বিষয়টি আজ আপনাকেই পরিষ্কার করতে হবে।

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করতে হবে আপনাকেই-তবেই জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রীর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

বঙ্গবন্ধু শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন।
আজ কেনো স্বাধীন দেশে তাদেরকে এতোটা অসম্মানিত হতে হবে?

বিষয়টি ভেবে দেখার সময় এসেছে-
প্রয়োজনে কঠোর অবস্থানে যেতে হবে আপনাকেই-
শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনার সাথে থাকবে-
শুধু তাদের দায়িত্ব পালন থেকে আপনি বিরত থাকবেন না please.

অরূপ সাহা
নির্বাহী মহাসচিব
বাংলাদেশ শিক্ষক সমিতি।

আরও খবর

Sponsered content

ENGLISH