প্রাথমিকে ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

প্রাথমিকে ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২ , ১০:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ প্রাথমিকে ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস।

অন্যদিকে, সপ্তাহে ৬ দিন ক্লাস হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবং দুইদিন করে ক্লাস হবে অন্যদের।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মনীষ চাকমা।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

তাদের মাধ্যেম প্রতিদিন শিক্ষার্থীদের তথ্য পাঠাবেন স্কুলপ্রধানরা। পঞ্চম শ্রেণিতে সপ্তাহে ৬ দিন এবং বাকিদের ২ দিন করে ক্লাস হবে।’

এদিকে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। ৩১ জানুয়ারির মধ্যে ১২ বছরের বেশি সব শিক্ষার্থীকে টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রাক-প্রাথমিক: অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে
৫ম শ্রেণি: সপ্তাহে ৬ দিন
৪র্থ-প্রথম শ্রেণি: সপ্তাহে ২ দিন

আরও খবর

Sponsered content

ENGLISH