প্রাথমিক শিক্ষক নিয়োগঃ যে বিষয়ে হাইকোর্টের রুল জারি - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

প্রাথমিক শিক্ষক নিয়োগঃ যে বিষয়ে হাইকোর্টের রুল জারি

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ৬:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরো পড়ুনঃ

মন্ত্রণালয়ের গাফিলতির কারণে প্রাথমিক শিক্ষকদের যে কাজটি এখনো সফল হয়নি

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা বাতিল করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ তারেক রহমান নামে এক প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া এ রিট দায়ের করেন।

সেদিন আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া বলেছিলেন, ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা রেখে একটি পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। সে পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হয়।

আরও খবর

Sponsered content

ENGLISH