বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধির সুসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধির সুসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ১:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও সেই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শিক্ষা মন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনা কোনদিন শিক্ষকদের বঞ্চিত করবেন না।

তিনি বলেন সরকারি কর্মচারীদের বেতন ১ টাকা বৃদ্ধি পেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও ১ টাকা বৃদ্ধি পাবে।

০৮ জুন সন্ধ্যায় হেয়ার রোডে শিক্ষা মন্ত্রীর সরকারি বাসভবনে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের উদ্যোগে সদ্য প্রয়াত শিক্ষা মন্ত্রীর মা রহিমা ওয়াদুদের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে বর্তমান দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি সহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের কষ্টের কথা তুলে ধরে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ডাঃ দীপু মনি এমপি একথা বলেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ ডঃ মোঃ শাহজাহান আলম সাজু, স্বাধীনতা মাদীাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসাইন খান।

আরও খবর

Sponsered content

ENGLISH