মাউশি জরুরি যে নির্দেশ দিলেন শিক্ষাপ্রতিষ্ঠানকে - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

মাউশি জরুরি যে নির্দেশ দিলেন শিক্ষাপ্রতিষ্ঠানকে

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ১:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় করোনা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে তা দৈনিক ভিত্তিতে জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুনঃ

যে সকল শিক্ষকের তালিকা চাইলেন ডিপিই
রোববার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।

মাউশির আদেশে বলা হয়, করোনা অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রতিদিন বিকেল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে বলা হয়েছে।

মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষপ্রতিষ্ঠান খুলেছে।

করোনা সংক্রমণ এড়াতে ১৯টি নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH