মাদ্রাসায় নতুন রুটিনে ক্লাস - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

মাদ্রাসায় নতুন রুটিনে ক্লাস

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২২ , ১০:১৭:২৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ নতুন বছরে মাদ্রাসায় কোন রুটিনে ক্লাস হবে, তা ঠিক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুনঃ

নতুন শপথ বাক্য পাঠের বিষয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামের সই করা সোমবারের অফিস আদেশে নতুন বছরের রুটিনের বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে।

এ ছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিন বিষয়ের ক্লাস নেয়া হবে।

আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

নতুন রুটিনে এবতেদায়ী শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও বলা হয়।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু রাখবে।

আরও খবর

Sponsered content

ENGLISH