মুক্তিযোদ্ধা কোটা বাতিল নিয়ে হাইকোর্টে রুল জারি - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

মুক্তিযোদ্ধা কোটা বাতিল নিয়ে হাইকোর্টে রুল জারি

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ১১:১৯:০৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

আরো পড়ুনঃ

যেসকল শিক্ষকদের এমপিওভুক্তির জন্য হাইকোর্টের রুল জারি

প্রথম এবং দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেন অবৈধ হবে না আগামী ৭ দিনের মধ্যে তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

২০১৮ সালের ৪ অক্টোবর ৯ম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয় তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার।

রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী এবং তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন।

আরও খবর

Sponsered content

ENGLISH