যেকারণে সকল কোচিং সেন্টার বন্ধ - protidinislam.com | protidinislam.com |  
তথ্য প্রযুক্তি

যেকারণে সকল কোচিং সেন্টার বন্ধ

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৩:৪০:০৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আরো পড়ুনঃ

শিক্ষার্থীদের টিকার বিষয়ে যে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

যেভাবে ছুটির আবেদন পত্রে আবেদনকারীর নাম লিখতে হবে জানালেন মাউশি

মাউশি’র যে তথ্য চাইলেন সরকার

করোনাভাইরাস মহামারির প্রকোপ কমিয়ে আসায় আগামী ১৪ নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

আজ বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এববছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি ও কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এছাড়া দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৪২৯ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর এবং কারিগরী শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর।

আরও খবর

Sponsered content

ENGLISH