যেভাবে বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

যেভাবে বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১ , ৯:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ সাংবাদিকদের ফাঁকি দিয়ে অন্য গেট দিয়ে বিমানবন্দর ছেড়েছেন ডা. মুরাদ।

আরো পড়ুনঃ

ডা. মুরাদকে ঢুকতেই দিল না কানাডা!

আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি।

তবে এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন। তাই বিকেল থেকে ওই গেটে অবস্থান করছিলেন সাংবাদিকরা।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডা. মুরাদ বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা।

এর আগে, রবিবার বিকেল ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এর পরই তাকে ইমিগ্রেশন কর্মকর্তার দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছার পর তার সঙ্গে কথা বলেছেন ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তারা।

সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি।

দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। শেষমেশ আজই (রবিবার) দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।

এর আগে, ডা. মুরাদ গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

আরও খবর

Sponsered content

ENGLISH