যে অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

যে অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২১ , ৪:১৪:১৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ‌্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকরা সেটা মানছেন না। আমাদের আরো সচেতন হতে হবে।

আরো পড়ুনঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করার জন্য যাদের দায়িত্ব দিলেন সরকার

তিনি বলেন, আমরা স্বাস্থ‌্যবিধির বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছি। প্রতিষ্ঠানের কোথাও দৃশ্যমান আবর্জনা দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। এসময় ডেঙ্গুর বিষয়েও সতর্ক থাকতে হবে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বাস্থ‌্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

টিকা দেয়া শেষে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে উপাচার্যদের।

তিনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে। সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেয়া যাবে। তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার একগুচ্ছ নির্দেশনা দিয়ে মহামারির মধ্যেই দেড় বছর পর স্কুল-কলেজ খুলে দিলেও এক সপ্তাহের মধ্যেই ঢিলেমি দেখা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

এসময়ে দেখা গেছে, শিশু শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চললেও অভিভাবকরা মানতে নারাজ। সন্তানদের প্রতিষ্ঠানে পৌঁছে দিতে গিয়ে তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না।

স্কুল কর্তৃপক্ষ নানাভাবে অভিভাবকদের ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হলেও অনেকের মধ্যে তা মানতে অনীহা দেখা গেছে।

আরও খবর

Sponsered content

ENGLISH