যে কারণে এনসিটিবিতে শিক্ষার্থীদের তালিকা দিতে হবে - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

যে কারণে এনসিটিবিতে শিক্ষার্থীদের তালিকা দিতে হবে

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৮:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ২০২২ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে আগামী ৩০ ডিসেম্বর। ওইদিন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুনঃ

আমাদের প্রতিদিনের আয়োজন “প্রতিদিন ইংলিশ” আজকের বিষয় (Syllable) বা শব্দাংশ

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাধ্যমিক স্তরের ৯ম শ্রেণি ছাড়া প্রতি শ্রেণির একজন করে (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে মোট তিনজন) শিক্ষার্থীর ছবি, মোবাইল নম্বরসহ নামের তালিকা এনসিটিবিতে পাঠাতে হবে।

এদিকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ১ জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না।

যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। আমাদের এখন পর্যন্ত হিসাব অনুযায়ী শুরুতে ৯৫ শতাংশ বই পাবে শিক্ষার্থীরা। বাকি ৫ শতাংশ প্রথম সপ্তাহে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় বই উৎসব হচ্ছে না। এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে। বাকি ১৭ কোটিং বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বইয়ের বাঁধাই কাজ শেষ হবে। এরপর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content

ENGLISH