যে পদ্ধতিতে জানবেন এসএসসি ও সমমান পরীক্ষার চুড়ান্ত ফলাফল - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

যে পদ্ধতিতে জানবেন এসএসসি ও সমমান পরীক্ষার চুড়ান্ত ফলাফল

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ১১:১৯:৫৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকডেমি (নায়েম) এর উদ্যোগে শিক্ষা ক্যাডারের ১৬৪তম বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারাংশ তুলে দেওয়া হবে।’

এসএসসির ফল যেভাবে জানা যাবে

মার্কশীট (নাম্বার) সহ এসএসসি দাখিল রেজাল্ট ২০২১ (সকল শিক্ষা বোর্ড)
SSC-Dakhil Result 2021 By Mobile Message (SMS) With Marksheet
মোবাইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নির্দেশনা-

প্রথমত মোবাইলের মেসেজ অপশনে যান, এরপর লিখুন-
ইংরেজী অক্ষরে পরীক্ষার নাম নিখুন। য়েমন- SSC অথবা DAKHIL। তারপর একটি স্পেস দিন।
পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের তিন অক্ষর ইংরেজীতে লিখুন। যেমন- ঢাকা বোর্ড হলে DHA আর মাদ্রাসা বোর্ড হলে MAD আর কারিগরি বোর্ড হলে TEC লিখুন। এরপর আবারও একটি স্পেস দিন।
পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন- 321243। এক্ষেত্রে রোল নম্বর প্রবেশপত্র দেখে লিখুন, যাতে ভুল না হয়। এরপর আরেকটি স্পেস দিন।

সবশেষ লিখুন ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন 2021। এবার মেসেজ লেখা শেষ। এখন মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। যে কোন অপারেটরের সিম থেকে এই মেসেজ পাঠানো যাবে।

কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে, পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট অথবা প্রতিটি বিষয়ের জিপিএ/নম্বর সহ রেজাল্ট পাওয়া যাবে।

বিঃ দ্রঃ- রেজাল্ট প্রকাশের দিন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকার কারণে ফিরতি মেসেজ আসতে সামান্য দেরী হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে অপেক্ষা করুন। অধবা ভিন্ন কোন মোবাইল থেকে থেকে একাধিক মেসেজ দিয়ে রাখতে পারেন।

নিচের দুটি উদাহরণে ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মেসেজের নমুনা দেওয়া হলো-
ঢাকা বোর্ডের কল্পিত একজন পরীক্ষার্থীর মেসেজের নমুনা।
SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের নমুনা মেসেজ দেখুন।
DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222

লক্ষ্য করুন: পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখতে, বোর্ডের নাম ও রোল নম্বর পরিবর্তন করে নিজ বোর্ড ও রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর
এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার সুবিধার জন্য নিচের অনুচ্ছেদে দেশের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যুক্ত করা হলো।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA
চট্রগ্রাম শিক্ষা বোর্ড: CHI
রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ
যশোর শিক্ষা বোর্ড: JES
সিলেট শিক্ষা বোর্ড: SYL
কুমিল্লা শিক্ষা বোর্ড: COM
দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN
বরিশাল শিক্ষা বোর্ড: BAR
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN
মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD
কারিগরি শিক্ষা বোর্ড: TEC

All Board SSC-Dakhil Result 2021 By SMS: মোবাইল এসএমএস এর মাধ্যমে ২০২১ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট পেতে অসুবিধা হলে আমাদের জানান।

আরও খবর

Sponsered content

ENGLISH