যে সকল শিক্ষকদের জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দিলেন শিক্ষা মন্ত্রণালয় - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

যে সকল শিক্ষকদের জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দিলেন শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:১৭:০২ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে পারছে না সেগুলোর তথ্যও চাওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপসিচিব মো। মিজানুর রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৮ জানুয়ারি অভ্যন্তরীন মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের তথ্য এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী নেই এবং এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে হবে।

উল্লিখিত তথ্যাদি এবং সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH