রবিবার থেকে দেওয়া হবে করোনাভাইরাসের বুস্টার ডোজ, পাবেন যারা - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

রবিবার থেকে দেওয়া হবে করোনাভাইরাসের বুস্টার ডোজ, পাবেন যারা

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ১১:৩৭:১৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ আগামী রবিবার থেকে দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরো পড়ুনঃ

শিক্ষামন্ত্রী জরুরি গুরুত্বপূর্ণ যে বার্তা দিলেন

তিনি বলেছেন, যাদের বয়স ৬০ বছরের বেশি এবং গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে।

তিনি আরো বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন।

সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই।

তিনি বলেন, দেশে এখন সাত লাখ ফাইজারের ভ্যাকসিন হাতে আছে। আগামী মাসে আরো দুই কোটি ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে।

করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।

আরও খবর

Sponsered content

ENGLISH