রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই - protidinislam.com | protidinislam.com |  
country-news

রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ১১:১২:২১ প্রিন্ট সংস্করণ

Spread the love

কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারের বেশি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৬ নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১২শ’র মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরে আগুন ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ৮ এপিবিএনের অফিসার ফোর্স এবং উখিয়া ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদ হোসেন বলেছেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুনে নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরুপণ করা যায়নি।’

প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেছেন, ‘আগুন দেখার পর পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসেছি। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

অন্য বাসিন্দা রোহিঙ্গা আবদুর রহমান ও শাহ আলম জানান, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ায় ঘরের কিছু তারা রক্ষা করতে পারেনি।

পরিবারের ১১ সদস্য নিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

নতুন বছরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে।

ওই ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় ৭০ শয্যার হাসপাতালটি।

গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি ঘটে।

প্রায় দশ হাজারের বেশি ঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।

আরও খবর

Sponsered content

ENGLISH