লকডাউনের বিষয়ে জরুরি যে বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

লকডাউনের বিষয়ে জরুরি যে বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৬:৪৬:২৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ‘এই মুহূর্তে লকডাউন দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেই। তবে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে লকডাউনের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে।’

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে করোনার বুস্টার ডোজ দেওয়ার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। গতকাল শুক্রবার প্রায় ৫০০ মানুষ সংক্রমিত হয়েছে।

শতাংশের হার অনুযায়ী প্রায় পৌনে তিন। কিন্তু সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং টিকা নেয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘আমাদের টিকার কোনো সংকট নেই। ইতিমধ্যে সাত কোটি মানুষ প্রথম ডোজ, পাঁচ কোটি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন।

আরো ছয় কোটি টিকা মজুদ রয়েছে। আরো টিকা পাইপলাইনে আছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থও রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গ্রামের মানুষ, বিশেষ করে নারীরা টিকা নিতে অনীহা প্রকাশ করে বলে উল্লেখ করে মন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন করতে না পারলেও জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র, এমনকি মোবাইল ফোনের নম্বর দিয়েও টিকা নেওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণে থাকলে আমাদের উন্নয়নও অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন আহম্মেদ, মেয়র রমজান আলী।

আরও খবর

Sponsered content

ENGLISH