শিক্ষকদের উদ্দেশ্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী যা বললেন - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

শিক্ষকদের উদ্দেশ্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী যা বললেন

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৪:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি।

আরো পড়ুনঃ

শিক্ষামন্ত্রী জরুরি যে নির্দেশ দিলেন

যেভাবে চলবে শিক্ষার্থীদের ক্লাস

শ্রেণিপাঠদান শুরুর পূর্বেই অভিভাবকদের যা জানানোর নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

এ সময় সন্তানের সুরক্ষায় শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা চান তিনি।

রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগিচা আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ দেশবাসীর সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি।

আমাদের দেশের করোনাভাইরাস সংক্রমণের হার নিম্মগামী, যা ৫শতাংশের কাছাকাছি চলে এসেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, কিছু দিনের মধ্যে হয়তো ৫শতাংশের নিচে নেমে আসবে।

তখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই সচেতন। এ ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সুরক্ষায় থাকবে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান।

তবে পিতামাতাকেও সন্তানের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নিয়মিত মাস্ক (কাপড়ের) পরিধান করতে হবে, শ্রেণি কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেককে তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে।

তাছাড়া প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসতে হবে।

জাকির হোসেন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিদ্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণ বেশি বেশি পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মাঝে লেখনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য তিনি উপস্থিত মিডিয়া প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

ENGLISH