শিক্ষকের ওপর হামলা! ব্যবস্থা না নিলে হুঁশিয়ারি স্বাশিপ’র - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

শিক্ষকের ওপর হামলা! ব্যবস্থা না নিলে হুঁশিয়ারি স্বাশিপ’র

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২১ , ৯:৪৩:৫৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষকদের গায়ে যেসব দুর্বৃত্ত হাত দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে সারাদেশের শিক্ষক সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

আরো পড়ুনঃ

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রির সময় বাড়লো

যেকারণে দুই প্রতিষ্ঠানপ্রধানের এমপিও বাতিল

সোমবার বিকালে স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সাজু বলেন, বগুড়ায় একটি ম্যানেজিং কমিটির সভাপতি হাইস্কুলের প্রধান শিক্ষকের দাঁত ভেঙে দিয়েছে এবং গোপালগঞ্জে একজন সহকারী শিক্ষা অফিসার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এ জঘন্যতম কাজের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি এবং গভর্নিং কমিটি দুরাচার বন্ধ করতে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- প্রফেসর সাজিদুল ইসলাম, মেহেরুন্নেছা, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আ ন ম শাহীন, রতন পিটার গোমেজ, কামরুজ্জামান মাসুদ, সারোয়ার আলম, ইকবাল হোসেন, ডক্টর মুহাম্মদ নজরুল ইসলাম, মো. বাবুল হোসেন, খোন্দকার মাহমুদ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

ENGLISH