শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ: অবস্থান কর্মসূচীতে পুলিশের ধাক্কায় আহত বিটিএ সভাপতি - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ: অবস্থান কর্মসূচীতে পুলিশের ধাক্কায় আহত বিটিএ সভাপতি

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ৬:২৬:৩০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য বরাদ্দ এবং জাতীয়করণ ঘোষণা না আসায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির এক পর্যায়ে আহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় নেতা ও পিরোজপুরের মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান।

তিনি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল থেকে বিটিএ’র নেতাকর্মীরাসহ শত শত বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রেসক্লাবের সামনে সমাবেত হন। তাঁরা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকেন। এ সময় পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললে ধাক্কাধাক্কির এক পর্যায়ে আহত হন সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমত তাঁকে জাতীয় প্রেসক্লাবের ওয়েটিং রুমে পরবর্তীতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন, শিক্ষামন্ত্রণালয়ের আহ্বানে পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে গেছেন। বৈঠকে সন্তোষজনক আলোচনা হলে লাগাতার কর্মসূচী স্থগিত করা হবে। তা না হলে চলমান লাগাতার আন্দোলন চলতে থাকবে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে গেছে, সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মীরা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় প্রেসক্লাবের সামনের সড়ক এবং প্রেসক্লাব সংলগ্ন আসেপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিত সামাল দিতে পুলিশ শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে আহত হন বিটিএ সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া শিক্ষাবার্তা’কে বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলাম। শিক্ষকদের সরব উপস্থিতিতে আশেপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললে শিক্ষকদের সাথে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা।পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। আর বৈষম্য রোধে একমাত্র জাতীয়করণ ছাড়া সমাধান সম্ভব নয়। আমরা আশা করেছিলাম এবারের বাজেটেই জাতীয়করণের সুনির্ষ্ট ঘোষণা আসবে।

তিনি বলেন, এর আগে এই দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি। আমাদের পূর্বেই ঘোষণা ছিল ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পালন করব। বাজেট পাস পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম জাতীয়করণের জন্য বরাদ্দ এবং সুনির্ষ্ট ঘোষণা আসবে। কিন্তু পরিতাপের বিষয় সেটা হয়নি। তাই আমাদের লাগাতার কর্মসূচী পালন করা ছাড়া আর কোন পথ নেই।

আরও খবর

Sponsered content

ENGLISH